ওসমানীনগরের ব্যাংকগুলোতে প্রশাসনের চিঠি
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ৮:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে সরকারী-বেসরকারী ২৩ টি ব্যাংককে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা জোরধার করার অনুরোধ জানিয়ে চিঠি প্রেরন করেছেন থানার অফিসার ইনচার্জ মো: মুরছালিন। বুধবার প্রশাসনের উর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ওসমানীনগর উপজেলার ২৩ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক বরাবরা এ সংক্রান্ত চিঠিটি প্রেরন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২১ এপ্রিল ঢাকার সাভার থানাধিন এলাকায় বাংলাদেশ কর্মাস ব্যাংকে ডাকাতির ঘটনায় ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। তাই কোন দুষ্ট দল বা ব্যাক্তি যাহাতে ওসমানীনগর উপজেলার ব্যাংক সমূহে অনুরুপ ঘটনা ঘটাতে না পারে সে জন্য উপজেলার ব্যাংক গুলো নিজস্ব ব্যবস্থাপনায় অবিলম্ভে ব্যাংক গুলোতে সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী নিয়োগ দেয়ার অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন চিঠি প্রেরনের সত্যতা নিশ্চিত করে বলেন উর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার ব্যাংক গুলোর নিরাপত্তার স্বার্থে ব্যবস্থাপক বরাবরে চিঠি গুলো প্রেরন করা হয়েছে।