ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৫
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫০৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলো, নবীগঞ্জ থানার রাধাপুর গ্রামের সুফিয়ান মিয়ার স্ত্রী সাবানা বেগম (২৪), ওসমানীনগর থানার খাশিকাপন প্রকাশিত সিলমানপুর গ্রামের মৃত নেপুর মিয়ার পুত্র ফয়েজ আহমদ (২০), জুবায়ের আহমদ (১৮), বেলাল মিয়া (১৬) ও দক্ষিণ সুরমা থানার জলালপুর গ্রামের আব্দুর রবের পুত্র রেজাউল (১১)।
জানা যায়, উপজেলার খাশিকাপন প্রকাশিত সিলমানপুর গ্রামের মৃত নেপুর মিয়ার পুত্র ফয়েজ আহমদের তাজপুরস্থ বাজারের একটি দোকান দীর্ঘদিন ধরে জোরপূর্বক নেয়ার পায়তারা করছেন নেওর মিয়া গংরা। শনিবার ফয়েজ আহমদ অনুপস্থিতিতে বিকাল আড়াইটার দিকে নেওর মিয়া ও তার স্ত্রী ডালিম বেগম লোকজন জোরপূর্বক ফয়েজ আহমদের ঘরে প্রবেশ করে তাজপুর বাজারের দোকানের দলিল নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাড়িতে থাকা মেহমান সাবানা বেগম বাঁধা প্রদান করিলে তার উপর হামলা চালায়। সাবানাকে আহত করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে য়ায। খবর পেয়ে ফয়েজ আহমদ ও তার ভাই বাড়িতে আসলে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।