ওসমানীনগরে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের রাউৎখাই গ্রামে রাস্তা নির্মাণ করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ ঘটে। এতে প্রায় ২০জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার রাউৎখাই গ্রামের ছোয়াব উল্লার ছেলে আবুল হাসান ও একই গ্রামের মৃত ছরকুম উল্লার ছেলে আব্দুল ছত্তার লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ চলে আসছে। এব্যাপারে আবুল হাছান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত উক্ত জায়গায় ১৪৪ধারা জারি করেন। আইন অমান্য করে প্রতিপক্ষ
আব্দুল সত্তার লোকজন শনিবার রাস্তা নির্মাণ করতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন, ইর্শ্বাদ উল্লা, আব্দুল হামিদ, আব্দুর করিম, নূর মিয়া, ছোয়াব উল্লা, আমেনা বেগম, মাজেদা বেগম, সাজেদা বেগম, জেবিন নাহার, আবুল হোসেন, আব্দাল মিয়া, ছানাওর আলী, হেলেনা বেগম, আব্দুল ছাত্তার, হাসনা বেগম, জাহেদ আহমদ, ফিরোজ আলী, শাহ্ জাহান ও আছমা বেগম।
সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ওসি মোঃ মুরসালিন বলেন, এখানে রাস্তা নির্মাণ করতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য রাস্তা নির্মাণ করতে গেলে সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়েছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।