ওসমানীনগর জে এস সি পরিক্ষায় মেধাবৃত্তিদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৯:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৯০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষায় মেধাবৃত্তি প্রাপ্তদের শনিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিক। বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুল হকের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ।
বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, হাজী লাল মাহমুদ, শাহ নুরুর রহমান সানুর, সৈয়দ সিদ্দেক আলী, আং রউফ, আকবর আলী খাঁন, সহকারি প্রধান শিক্ষক নির্মল কান্তি ধর, শিক্ষক সন্দীপ চক্রবর্তী, মাও. মোশাহীদ আলী, দীপক রঞ্জন দাশ, চিনু রানী ভৌমিক, মাহফুজা খাতুন, আসমা বেগম, আব্দুণ নুর, সুমিতা সিনহা, আনোয়ার হোসেন আনা, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, পলী রানী দাশ, জেতশ্রী দত্ত। অনুষ্ঠানে ২০১৪ সালের জেএসসি ট্যালেন্টপুল ও মেধা বৃত্তি প্রাপ্তদের মধ্যে সংবর্ধনা প্রদাণ করা হয়।