কাঁচা ধান কেটে কামারুজ্জামানের কবর
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮১২ বার পঠিত
নিউজ ডেক্স:: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে কারা কর্তৃপক্ষ যখন প্রস্তুতি সম্পন্ন করেছে তখন শেরপুরে চলছে লাশ দাফনের আগাম প্রস্তুতি।
কবরস্থান তৈরির কাজ চলছে শেরপুরের বাজিতখিলা এলাকার কামারুজ্জামানের নিজ গ্রাম মুদিপাড়ায়। গ্রামে তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশেই মাটি ফেলে কবরস্থান তৈরি করা হচ্ছে।
বুধবার বিকেলে বাজিতখিলার মুদিপাড়ায় গিয়ে দেখা যায়, এতিমখানার পশ্চিম পাশের রাস্তা সংলগ্ন স্থানে একটি ধানক্ষেতের কাঁচা ধান কেটে ফেলা হয়েছে। সেখানে ট্রাক দিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সেখানে ভিড় জমিয়েছে স্থানীয় উৎসুক জনতা।
কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিন ও পরিবারের লোকজন সেখানে উপস্থিত থেকে দাফনের জন্য কবরস্থান তৈরির কাজ তদারকি করছেন।
জানতে চাইলে কফিল উদ্দিন বলেন, বড় ভাইয়ের ইচ্ছে ছিল মৃত্যুর পর তার লাশ এতিমখানার পাশে যেন দাফন করা হয়। তার ইচ্ছে পূরণ করতেই লাশ দাফনের জন্য পারিবারিকভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে।
কামারুজ্জামানের ছোট ভাই বলেন, ফাঁসি কার্যকরের পর তার লাশ আমাদের পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। কামারুজ্জামানের ভাতিজা ফারুক হোসেন (৩৮) বলেন, কামারুজ্জামান শেরপুরের কৃতি সন্তান। তিনি নিজ এলাকায় মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া তিনি এলাকার গরীব-দুঃখী মানুষের সেবাও করেছেন। আমরা চাই তার লাশ শেরপুরের মাটিতেই দাফন করা হউক।
এদিকে, কামারুজ্জানের লাশ শেরপুরে দাফন না করার জন্য শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরুর নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, মুক্তিযোদ্ধা সংসদের একটি স্মারকলিপি পেয়েছি। তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
সূ্ত্র: বাংলামেইল