কানাইঘাটে দুই লাখ টাকার মদ ও পান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৫ বার পঠিত

বিজিবি ৪১ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম জানান- বুধবার রাত ৩টার দিকে কানাইঘাট উপজেলার ডোনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. মামুনুর রশীদের নেতৃত্বে মিকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৯৬ বোতল অফিসার চয়েজ মদ।
একই রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপির হাবিলদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে নোহালপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৩০০ বিড়া ভারতীয় খাসিয়া পান।
উদ্ধারকৃত মদের মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা ও পানের মূল্য ৬০ হাজার টাকা বলে বিজিবি সূত্র দাবি করেছে।