কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স::সিলেটের কানাইঘাট উপজেলায় পরিবহন শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত অনন্ত ৩ জন আহত হয়েছে। নিহতের নাম ফয়ছল (২৫)। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ জানান, সিএনজি অটোরিকসা স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে কানাইঘাট পৌর শহরের উত্তরবাজারে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ফয়ছল। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।