কামরুজ্জামানের রায় কার্যকর হওয়ায় বিশ্বনাথে কৃষক লীগের মিষ্টি বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৩ বার পঠিত
নিউজ ডেক্স::একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামরুজ্জামানের রায় কার্যকর হওয়ায় সিলেটের বিশ্বনাথে মিষ্টি বিতরণ করেছে উপজেলা কৃষক লীগ। শনিবার রাতে উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক শেখ জামাল উদ্দিনের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলীর মুখে মিষ্টি বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু, কৃষক লীগ নেতা আবদুল মালিক মানিক, সাদ্দাম হোসেন জয়, যুবলীগ নেতা শাহীন আহমদ, সঞ্চিত আচার্য্য, আলম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।