কিংবদন্তি ক্রিকেটার বেনোর বিদায়
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫ ইং, ১০:৫০ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৩৪ বার পঠিত
নিউজ ডেক্স:: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রিচি বেনো আর নেই। দীর্ঘ দিন স্কিন ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার সকালে অস্ট্রেলিয়ায় ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিচি বেনো মূলত লেগ স্পিনার ছিলেন। তবে তিনি ভালো ব্যাটও চালাতে পারতেন। তিনি মোট ৬৩টি টেস্ট খেলেন। এর মধ্যে ২৮টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন।
রিচি বেনোর নেতৃত্বে অস্ট্রেলিয়া কখনো টেস্ট সিরিজ হারেনি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজে জয় পেয়েছে এবং দুটিতে ড্র করেছে।
রিচি বেনো ২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৪৫ উইকেট লাভ করেন। এ ছাড়া, ২৩টি সেঞ্চুরিসহ ৩৬.৫০ গড়ে ১১,৭১৯ রান করেন।
তিনিই প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ২০০ উইকেট লাভ করেন।
১৯৬৪ সালে তিনি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনে সাংবাদিকতা ও ধারাভাষ্য শুরু করেন। ২০০৫ সালে অ্যাসেজ সিরিজের সময় সবশেষ তিনি ধারাধাষ্য দেন। তবে ২০১৩ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের হয়ে কাজ করে যান।
গত বছরের নভেম্বরে রিচি বেনোর স্কিন ক্যান্সার ধরা পড়ে।
তার বিখ্যাত কয়েকটি লাইন হলো- ‘সবাইকে শুভ সকাল’, ‘গ্লেন ম্যাকগ্রা ২ রানে আউট হয়ে গেলেন, মাত্র ৯৮ রানের জন্য তার সেঞ্চুরি করতে পারলেন না’, ‘ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, তারা ক্রিজে নয় কনফেকশনারি যাচ্ছে আর আসছে’।