কোকোর কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন খালেদা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ৬:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৬০৫ বার পঠিত
ঢাকা: বাড়ি ফেরার পর সোমবার বিকেলে বাইরে বের হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল পৌনে ৬টায় তিনি বনানী কবরস্থানে যান। সেখানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন।
এর আগে ৫টা ৩৯ মিনিটে গুলশানের বাসভবন থেকে যাত্রা করেন খালেদা জিয়া। তবে এর আগে থেকেই নেতাকর্মীরা বনানী কবরস্থানে ভিড় করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ৯২ দিন রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর রোববার বাসায় ফিরেছেন খালেদা জিয়া। এদিন দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে বাসায় ফিরেন তিনি।