খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে বিশ্বনাথে বিএনপির মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫ ইং, ৬:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠন বিক্ষোভ মিছিল-সভা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা মনির হোসেন, ইকবাল হোসেন, আবদুল কুদ্দুছ, মতছির আলী, জাহিদ হোসেন বজলু, আজাদ আলী, আরব খান, মাহতাব উদ্দিন, আলা উদ্দিন, চেরাগ আলী, আবদুস সালাম মেম্বার, নানু মিয়া মোতাহের আলী, আসাদুজ্জামান নুর আসাদ, হেলাল আহমদ মেম্বার, আকবর আলী, আলা উদ্দিন, সুমন মিয়া, বিলাল মিয়া, এনাম শাহ, শামিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান, কদর আলী, নানু মিয়া, নুরুল মিয়া, কাউছার আহমদ তুলাই, আবদুল লতিফ, গবিন্দ মালাকার, যুবদল নেতা বাবুল মিয়া, আবদুর রব সরকার, শাহজাহান মিয়া, ছালেক আহমদ, আবদুল কাদির, আইন উদ্দিন, আবু সুফিয়ান, রানা মিয়া, চুনু মিয়া, মাসুদ আহমদ, আনোয়ার মিয়া, ইউনুছ আলী, সালাম মিয়া, সাইদুর রহমান রাজু, সায়েক মিয়া, ময়নুল মিয়া, জয়নাল আবেদিন, সিরাজ উদ্দিন, আবদুল গফুর, আবদুল মজিদ, আখদ্দুছ আলী, রুকন আহমদ, হেলাল মিয়া, নাজিম উদ্দিন, আরশ আলী, আখতার হোসেন, রিপন, সমছু মিয়া, সুমন মিয়া, নিয়াজুল হক, আলাই মিয়া, জুবায়ের মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, রাজু আহমদ, রুমেল মিয়া, সামছুদ্দিন, লিটন সিকদার, মানিক মিয়া, সুমন আহমদ, মোহাম্মদ আলী, জাকারিয়া,মো.মোমিন, নজরুল ইসলাম, সবুজ আহমদ, সুমন আহমদ, এসপি সেবুল, আলী আহমদ, আফজাল,কিরণ বৈদ্য, কলেজ ছাত্রদল নেতা একে রাজু, একরাম,আফজল,রাসেল, সুমন, কামরান, জিয়াউল, ইরন মিয়া, শ্রমিকদল নেতা আনছার আলী, সানুর আলী, আবদুর জব্বার, ইসলাম উদ্দিন, বশির মিয়া প্রমূখ।