খুলে গেল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬২৫ বার পঠিত
নিউজ ডেস্ক :: প্রায় ৩ মাস পর তালা খুলল বিএনপির নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের। বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে শনিবার সন্ধ্যা সাতটার পর কার্যালয়ের প্রধান গেটের তালা খোলা হয়। এ সময় দলটির কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরের দিকে কার্যালয় খোলার বিষয়ে ইঙ্গিত পায় বিএনপি। গত তিন মাস ধরে সার্বক্ষণিক পুলিশি টহল থাকলেও শুক্রবার দুপুরের পর আর কোনও পুলিশ সদস্যকে কার্যালয়ের সামনে দেখা যায়নি। এরপর পুলিশের পক্ষ থেকে তালা লাগানো হয়নি দাবি করলেও বিএনপির দাবি ছিল, কার্যালয়ের তালার চাবি পল্টন থানায় আছে। শনিবার সকালে এ চাবি বিএনপির কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, পুলিশ প্রথমে অস্বীকার করলেও শনিবার চাবি ফিরিয়ে দেয়। তিনি বলেন, আমরা আশা করি বিএনপিকে এখন গণতান্ত্রিক সব অধিকার ফিরিয়ে দেবে সরকার। কার্যালয় নিয়ে নতুন করে জটিলতা তৈরি করবে না।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে পুলিশ। সেখান থেকে অফিসের কর্মকর্তা কর্মচারীদেরও বের করে দেওয়া হয়। এরপর থেকে বিএনপির কোনও নেতাকর্মী কার্যালয়ে যাননি।
ওই সময় থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেয় পুলিশ। বিএনপির দাবি ছিল, পুলিশের কারণে তারা কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে পুলিশের দাবি, গ্রেফতার এড়াতেই বিএনপি নেতারা কার্যালয়ে আসেন না।
এ বিষয়ে খালেদা জিয়ার একজন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৪৩টির বেশি কার্যালয় বন্ধ রয়েছে। এগুলোও খুলে দিতে হবে। তিন মাসের বেশি সময় ধরে কার্যালয় বন্ধ থাকার কারণে প্রবেশ গেটের সামনেই ছিল বিগত দিনের দৈনিক পত্রিকা। কার্যালয়ের ভেতরে সব আসবাবপত্রেই ছিল ধুলোর আস্তরণ।
কার্যালয় সূত্র জানায়, আগামী রবিবার থেকে আবারও নেতাকর্মীদের ভীড়ে সরগরম হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আত্মগোপনে থাকা অনেক পলাতক নেতাকর্মীও ভীড়তে পারেন কার্যালয়ে।