গর্তে পানি রেখেই চলছে সড়কের সংস্কার কাজ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ৬:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১২০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে গর্তের মধ্যে পানি রেখেই চলছে সড়ক সংস্কারের কাজ এমন অভিযোগ করেন এলাকাবাসী। রোববার বিকেলে উপজেলার বিশ্বনাথ-রামপাশা সড়কের সংস্কার কাজ চলছিল। দীর্ঘদিন ধরে কার্পেটিং উঠে ওই সড়ক ভেঙে বড়বড় গর্তের সৃষ্টি হয়। ফলে এলাকাবাসীর দাবিতে সম্প্রতি রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা সড়ক সংস্কার কাজ শুরু হয়। রশিদপুর থেকে বিশ্বনাথ বাজার পর্যন্ত সংস্কার কাজ সমাপ্ত হলেও এখন চলছে বিশ্বনাথ-রামপাশা সড়কের কাজ। কিন্তু রোববার সকাল থেকে উপজেলায় ভারী বর্ষণ হয়। এরই মধ্যে বিশ্বনাথ-রামপাশা সড়কের সংস্কার কাজ করতে দেখা যায়।
এলাকাবাসী জানান, যানবাহন ও জনসাধারণের উপকারের জন্য সড়ক সংস্কার করা হচ্ছেন। কিন্তু বিশ্বনাথ-রামপাশা সড়কের যে সংস্কার কাজ হচ্ছে তা অনেক নিম্মমানের। রোববার সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। বর্ষণের ফলে সড়কে ওপর থাকা বড় বড় গর্তে মধ্যে বৃষ্টির পানি জমাট হয়ে রয়েছেন। কিন্তু গর্তে পানি রেখেই সড়ক সংস্কার করা হচ্ছে। এতে ওই সড়ক চলিত বর্ষা মৌসুমে ফের ভেঙে যাবে বলে এলাকাবাসী মনে করছেন। বিষয়টি পথচারী ও এলাকাবাসীর সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্ব থাকা কাজে নিয়জিত শ্রমিকদে অবহিত করলেও বিষয়টি আমলে নেয়া হচ্ছেনা বলে অনেকেই জানান।
অটোরিকশা চালক মনির মিয়া বলেন, বৃষ্টির মধ্যে সড়কে সংস্কার কাজ করার কোনো মানি নেই। কয়েকদিন পর ফের সড়কের কারপেটিং উঠে যাবে।
বাস চালক কামাল মিয়া বলেন, বড় বড় গর্তে পানি থাকায় অবস্থায় কার্পেটিং করা হচ্ছে। কিছু দিনে মধ্যে তা আবার ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হবে।
সড়ক সংস্কার কাজে নিয়জিত কালা মিয়া বলেন, ঠিকাদার বলে দিয়েছেন এভাবে কাজ করার জন্য, তাই আমরা সড়ক সংস্কার কাজ করে আসছি।
সড়ক সংস্কার কাজের ঠিকাদার সফর আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি।