গাছচাপায় মা-ছেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে তারা মারা যান। এছাড়া ঝড়ে জেলায় অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার নন্দিপাড়া গ্রামের নুরজাহান (৩৫) ও তার ছেলে আরিয়ান (৬)।
পুলিশ জানায়, রাতে প্রচণ্ড ঝরে জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের এক পর্যায়ে নন্দিপাড়া গ্রামের নুরজাহানের ঘরে একটি গাছের ডাল ভেঙ্গে পড়লে চাপা পড়ে ছেলেসহ তিনি মারা যান।
এছাড়া ঝড়ে চুনারুঘাট, বাহুবল ও আজমীরিগঞ্জ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।