গোলাপগঞ্জে সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ৯:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৪ বার পঠিত
নিউজ ডেক্স:: গোলাপগঞ্জে সিলেট জকিগঞ্জ সড়কে বাস-সিএনজি অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। পূর্বদিক থেকে সিলেট গামী সিএনজি অটোরিক্সাকে সিলেট থেকে পূর্বদিকগামী বাস সামনা-সামনি চাপা দিলে বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা গ্রামের এক দম্পত্তি প্রাণ হারান। আহত হন সিএনজি চালক সহ আরো ৩ জন। ঘাতক বাসকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।
শুক্রবার সকাল ৯টায় বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা গ্রামের মৃত ছমির আলীর পুত্র ফয়েজুর রহমান(৪৫) নিজ স্ত্রী সুরেতুন নেছা(৩৬) সহ আরো ২ জন লোক নিয়ে সিএনজি অটোরিক্সা (সিলেট থ১২-৪৬৫০) যোগে সিলেট যাবার পথে সিলেট জকিগঞ্জ সড়কের দাড়ীপাতন গ্রামের প্রধান রাস্তার সম্মুখে পৌছা মাত্র বিপরীত দিক থেকে আসা সিলেট ব ১১-০০১৭ স্বজোরে চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সার চালক সহ সকল যাত্রী আহত হন। মুমুর্ষ অবস্থায় তাদেরকে সিলেট চিকিৎসার জন্য প্রেরণ করলে ফয়েজুর রহমান ও তার স্ত্রী সুরেতুন নেছা মারা যান। ঘটনার পরপরই ঘাতক বাস চালক পালিয়ে যায়।