ছাতকে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার ছাতকে দক্ষিণ বড়কাপন গ্রামের মসজিদের পাশের একটি ডোবা থেকে আতিক মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার সকাল পৌনে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। আতিক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ জানান, মঙ্গলবার সকালে বাউয়াবাজারে যাওয়ার উদ্দেশ্যে আতিক বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। রোববার সকালে বড়কাপন গ্রামের জামে মসজিদে পড়তে যাওয়া শিশুরা পাশের ডোবায় একটি লাশ ভেসে আছে দেখে ভিড় জমায়। পরে গ্রামবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ছাতক থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আতিক নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় জিডি করা হয়েছিল। জিডির ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।