ছেলের হাতে মা খুন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৫ ইং, ৫:২০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৯ বার পঠিত
জকিগঞ্জ সংবাদদাতা:জকিগঞ্জের মাদারখালে ছেলের হাতে মা খুন হয়েছেন। নিহত আঙ্গুর বিবি নুরুজ আলীর স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিলেট ওসমানী হাসপাতালে মারা যান আঙ্গুর বিবি।
গ্রামের আবুল ফাত্তাহ জানান, বুধবার বিকেল আনুমানিক ৪টায় বাড়ির সীমানা নিয়ে নিহতের দুই ছেলে আব্দুল হক ও বদরুল হকের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ছেলেদের মধ্যে সংঘর্ষের সময় মা মাঝে গিয়ে উভয়কে শান্ত করার চেষ্টা করেন। এই সময় আব্দুল হকের লাঠির আঘাত মায়ের মাথার উপর পড়লে তিনি মারাত্মক জখম হন। আহত আঙ্গুর বিবিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাতে মারা যান। আঙ্গুর বিবি মারা যাওয়ার আগে দুপুর ১টায় হত্যা চেষ্টা মামলা করেন নিহতের ছেলে বদরুল।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জকিগঞ্জে বেশ কয়েকটি আলোচিত খুনের ঘটনায় ব্যাপক সমালোচনা চলছে।