জকিগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৫২৮ বার পঠিত

এ ব্যাপারে জকিগঞ্জ থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আব্দুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের দানা বাঁধছে। এ রহস্যজনক মৃত্যু আত্মহত্যা না হত্যা তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রুবেল আহমদ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
আব্দুর রহমানের আত্মহত্যা না হত্যা এমন প্রশ্নে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সওকত হোসেন জানান, রুবেল ও আব্দুর রহমানের লাশ বুধবার উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে।