জগন্নাথপুরে বিএনপি নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আছকির আলীকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত আয়াজ উল্লার ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আছকির আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
শুক্রবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আছকির একজন সন্ত্রাসীদের গডফাদার। সে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। সে ও তার সন্ত্রাসী বাহিনীর যন্ত্রনায় এলাকাবাসি অতিষ্ট হয়ে পড়েছেন। গত ২৩/০৪/২০১৫ ইং তারিখ দুপুরে কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি জাহানারা বেগম বাদি হয়ে আছকিরসহ ৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করেছেন। এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আছকিরকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।