জগন্নাথপুরে শিক্ষকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত

জানাযায়, শিক্ষক আশরাফুল হক পাড়ারগাঁও গ্রামের সমছু মিয়ার বাড়িতে লজিং থাকেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতের খাবার শেষে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে বিছানার উপর তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহত শিক্ষকের ভাতিজার আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তাদের নিকট লাশটি হস্তান্তর করা হয়।