জাল টাকাসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৮ বার পঠিত

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পারভীন বেগম ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের আজগর আলীর দোকানে মালামাল ক্রয় করতে যান। মালামাল ক্রয় করা শেষে পারভীন বেগম এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে ব্যবসায়ী আজগর আলীর সন্দেহ হলে তিনি নোটটি আশপাশের দোকানের মালিকদের দেখান।
অন্য ব্যবসায়ীরাও নোটটি জাল হিসেবে সনাক্ত করলে পারভিন বেগমকে বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বণিক সমিতির সহ সভাপতি আতিকুর রহমান বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার এস আই মো. শহিদ মিয়া ঘটনাস্থলে এসে মহিলাকে আটক করেন। পরে ওই মহিলার কাছ থেকে ১ হাজার টাকার আরও ২টি জাল নোট উদ্ধার করা হয়।