টাওয়ার হ্যামলেট কাউন্সিলে পুনঃনির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৮:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৮২৮ বার পঠিত

সম্ভাব্য প্রার্থী হিসাবে ডেপুটি মেয়র কাউন্সিলর অলিউর রহমান বা লিড মেম্বার কাউন্সিলর রাবিনা খান এবং মেয়র অফিসের কর্মকর্তা সাজিদুর রহমানের নামও তালিকায় আছে। তবে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে, লুৎফুর চাচ্ছেন একদম নুতন কাউকে প্রার্থী হিসাবে নামাতে। এ লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন।
যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে তাই বৃহস্পতিবারের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জের যাওয়ার পরিকল্পনার আগে প্রার্থী নিয়েই ভাবতে হচ্ছে লুৎফুর রহমানকে।
অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের লেবার পার্টি থেকে ২০১৪ সালের নির্বাচনের মেয়র প্রার্থী জন বিগস প্রার্থী হতে আগ্রহী। তবে পার্টি যে সিদ্ধান্ত নেবে তাই তিনি মেনে নেবেন বলে জানা গেছে। লেবার পার্টির চেয়ে প্রার্থী নিয়ে বেশি ভাবতে হচ্ছে লুৎফুর রহমানকে। এই নর্বাচনে নিজের প্রার্থীকে জয়ী করার উপর নির্ভর করছে তাঁর রাজনৈতিক অস্তিত্ব।
উল্লেখ্য বাংলাদেশি লুৎফুর রহমান এক সময় লেবার পার্টিতে যুক্ত ছিলেন, দলটির হয়ে তিনি টাওয়ার হ্যামলেটস বার কাউন্সিলে কাউন্সিলর হয়েছিলেন। লেবার পার্টি থেকে মনোনয়ন না পেয়ে ২০১০ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করে বিজয়ী হন। চার বছর পর আবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রার্থী হন। গত বছর দ্বিতীয় মেয়াদে টাওয়ার হ্যামলেটসে মেয়র পদে ভোটে জয়ী লুৎফরের বিরুদ্ধে বহু অভিযোগ। উগ্র ইসলামী গোষ্ঠীকে মদদ দেওয়ার পাশাপাশি লন্ডনে থাকা একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সূত্র মানবকষ্ঠ অনলাইন