তেলিবাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আটক ২
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৩ বার পঠিত

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- সিলেটগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক নিহত হন।
এদিকে এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান- ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।