দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৫ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৫ বার পঠিত
তজম্মুল আলী রাজু : যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্ঠি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন পলাশ বলেছেন, এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে দায়িত্ব নিয়ে পড়ালেখা করতে হবে। তিনি বলেন, আজকের ছাত্রীরা আগামী দিনের মা। ফলে গুরুত্ব সহকারে পড়ালেখা করে শিক্ষা অর্জন করতে হবে। পলাশ বলেন, আগামী দিনে আজকের ছাত্রীরা অত্যান্ত দাংিত্বশীল মায়ের ভুমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন। শনিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সরুয়ালায় ‘সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’ আয়োজিত অসছ্ছল ৬ষ্ঠ-৮ম শ্রেণীর ছাত্রীদের মাঝে ছাতা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শংকর কান্তি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, তফজ্জুল আলী, শিক্ষক সমীর কান্তি দে, ফজলুল হক, আতাউর রহমান, মাওলানা আবুল বাশার, রফিকুল ইসলাম, শেলিনা খাতুন, কামরুন্নেছা বেগম, শারমিন বেগম প্রমুখ।