দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রীকে ধর্ষণ : আটক ৩
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ২:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯১৯ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: দক্ষিণ সুরমায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। আটকৃতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল থানাধিন দেওয়া পশ্চিমপাড়া নিবাসী আবু তাহের ছেলে মোঃ আলী (১৮), সে বর্তমানে লাউয়াইস্থ ফুল মিয়ার ভাড়াটিয়া। দক্ষিণ সুরমার লাউয়াই ওমরকবুল এলাকার আব্দুর রহমানের ছেলে মির (২২) এবং একই এলাকার বাসিন্দা মৃত মকবুল আলীর ছেলে রুয়েল (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দিনের বেলায় মোঃ আলী বই দেয়ার কথা বলে পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া জনৈক কলেজ ছাত্রীকে লাউয়াই ওমরকবুল মৃত ফুল মিয়ার বাসায় ডেকে আনে। কথামত ছাত্রীটি তার রুমে প্রবেশ করার পর আলী তার অপর দু’সহযোগী মির ও রুয়েলকে ডেকে আনে। পরে আলী রুমের দরজা বন্ধ করে সহযোগীদের নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটি আত্মসম্মানের ভয়ে ঘটনাটি চাপিয়ে রাখলেও শেষ পর্যন্ত গোটা এলাকায় তা চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) ধর্ষিতা কলেজ ছাত্রী ৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৮, তাং-৩১/০৩/১৫ইং। অভিযোগ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ওই ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করেন। ধর্ষিতা কলেজ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আটকৃতরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। কলেজের অধ্যক্ষের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনাটি ৫ দিন আগে ঘটলেও অধ্যক্ষ জানতেন না। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতারের পর বিষয়টি অবহিত হয়েছেন। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।