দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ৬:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে অনকে ত্যাগ স্বীকার করে আমাদের প্রবাসীরা এলাকায় আলোকিত মানুষ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন।
ট্রাস্টের সাবেক কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মধুর সভাপতিত্বে ও মাষ্টার নোমান উদ্দিন, আব্দুল কাইয়ুম চুন্নু, ও আব্দুল আহাদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস, ট্রাস্টী আব্দুল গফুর, মাষ্টার মনির উদ্দিন, ফারুক মিয়া, সাবেক সেক্রেটারী কামাল আহমদ, শিক্ষানুরাগী মাওলানা আব্দুশ শুকুর, আসাদুজ্জামান আসাদ, এলাইছ মিয়া ও তাজুল ইসলাম।
সভা শেষে ইউনিয়নের ৫টি হাইস্কুল, ১০টি মাদ্রাসা ও ১৭টি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ১২৬জনকে নগদ টাকা, ৩২০জনকে স্কুল বেগ প্রদান করা হয়।