দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জামালগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নার্গিস আক্তার (২৮)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজের জসীম উদ্দিনের স্ত্রী। নার্গিসের ১০ দিন বয়সের একটি শিশু ও আড়াই বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের স্বামী জসীম উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সন্তানের কান্নার শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠে দেখেন স্ত্রী নার্গিস তার পাশে নেই। পরে বসত ঘরের বারান্দায় তীরের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান।
নার্গিসের চাচা আমির হোসেন জানান, ৩/৪ বছর আগে জসীম উদ্দিনের সঙ্গে নার্গিসের বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের পর তাদের সংসার জীবন সুখের ছিল না। তাদের মধ্যে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে।
জামালগঞ্জ সদর থানার ওসি তদন্ত মো. মোস্তফা কামাল জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। –