দৈনিক সবুজ সিলেট সম্পাদক’র বিরুদ্ধে মামলার প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৯২৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার : দৈনিক সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল রবিবার বিশ্বনাথে মানববন্ধন পালন করা হয়েছে। দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম আয়োজিত মানববন্ধন স্থানীয় ‘বাসিয়া সেতু’র ওপর অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শামছুল ইসলাম মোমিনের সভাপতিত্বে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরী।
মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, শাহপরাণ থানার ওসি সাখাওয়াত কোন তদন্ত ছাড়াই একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা রেকর্ড করেন। উচিত ছিল মামলা দেয়ার আগে যাচাই করা। এতে প্রমাণিত হল ওসি সাখাওয়াতের অভিজ্ঞতা ও যোগ্যতার। এ ধরনের ওসির কাছে কি আশা করতে পারেন সাধারণ মানুষ। অভিলম্বে দৈনিক সবুজ সিলেট সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, যুগ্ন-সম্পাদক বশির আহমদ,দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাপা নেতা মোশাররফ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক তৈমুছ আলী, সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা ইকবাল হোসেন, আনসার আলী, উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, জাপা নেতা নাজিমুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম আলী, যুবদল নেতা নূরুল মিয়া, মোতাহির আলী, সংগঠক হুশিয়ার আলী, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, আশিক আলী, মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সংগঠক মোতাহির আলী, রানা মিয়া, প্রজন্ম লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, অলংকারী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুরমান আলী, অগ্রগামী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আবু তৈয়ব, সংগঠক মুক্তাদির হোসেন, জামাল আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, বাংলালিংকের কাষ্টমার ম্যানেজার গোলাম রব্বানী, গ্রামীণ ফোনের কাষ্ঠমার ম্যানেজার আব্দুর রুউফ, জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির, নাছিরউদ্দিন, ক্রীড়ানুরাগী রাহেল আহমদ, ব্যবসায়ী নজরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, রকিব আহমদ, ক্রীড়ানুরাগী পিন্ঠু রঞ্জন দাশসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।