“দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভা”
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ৬৬১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-গুম,হত্যা,নির্যাতন ও বিএনপির নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা ও গ্রেফতার,বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে যুক্তরাজ্য সফররত দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলীর সাথে দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে ওয়েস্টহ্যামস্থ ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে এক মতবিনিময় মঙ্গলবার সভা অনুষ্টিত হয়। ফোরামের সভাপতি সামসু মিয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ ও সহ সাংগঠনিক সম্পাদক মাসরুল হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস আলী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহসভাপতি কদর উদ্দিন ও পবিত্র কোরআন তেলাওত করেন ফোরাম এর যোগাযোগ বিষয়ক সম্পাদক সাহেদ খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ,ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ নেতা মনির উদ্দিন বশির,বিশিষ্ট ব্যবসায়ী সুরমা ট্রেভেল্স এর সত্ত্বাধিকারী মনিরুজ্জামান চৌধুরী মানিক,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম,দপ্তর সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ নেতা ড.মুজিবুর রহমান,মিছবাহ উদ্দিন,লন্ডন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক এনু,যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিঠির সিনিয়র সদস্য আফজাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বার্নেট বাংলা এসোসিয়েশন ইউকের সেক্রেটারী মনির খান,আব্দুল গফুর দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের উপদেষ্টা মহাব্বত শেখ,হাজী জাহির আলী,তারিছ মিয়া,আবুল কালাম,আরশ আলী,তেরাব আলী,বিশ্বনাথ উপজেলা ছাত্রদল যুবদল সমন্নয় পরিষদ ইউকের সভাপতি অকলুছ মিয়া,সহ সভাপতি ও লেবার পাটি নেতা মদরীছ আলী মফজ্জুল,বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ আলী,কমিউনিটি নেতা ও বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি নুরুল ইসলাম,কুতুব উদ্দিন খান,অশোক আলী মেম্বার,বাবুল খান,বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রেজারার মইন উদ্দিন আনসার,দশঘর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের যুগ্ম আহবায়ক ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি এম তানবীর আহম্মদ,আখলাকুর রহমান,যুক্তরাজ্য বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক হেভেন খান,যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিঠির সদস্য টিপু আহমদ,জিয়াউল ইসলাম জিয়া,জিতু মিয়া জায়গিদার,মো:খিজির,আব্দুস শহীদ,আক্তার আহমদ শাহীন,নুরুল আলী রিপন,বালাগঞ্জ ওসমানী নগর যুবঐক্য পরিষদ ইউকের সভাপতি শাহ জাহান আলম,সাধারণ সম্পাদক শানুর মিয়া,যুক্তরাজ্য যুবদল নেতা লোকমান হোসেন,শেখ মনছুর,আব্দুল ওয়াহিদ আলমগীর,শেখ হারুন রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী রুনু মিয়া,সাব্বির আহমদ,দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের সহ সভাপতি হানিফ আহমদ খান,কনা মিয়া তালুকদার,হাবিবুর রহমান জানু,যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ ইমন,আব্দুল মুকিত খান মনসুর,অর্থ সম্পাদক শাহীন আফসার,সহ প্রচার সম্পাদক পিয়ার আলী,ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ খান ইমন,সদস্য আব্দুস সুবহান পায়েল,সেবুল মিয়া,মিজানুর রহমান,আনোয়ার মিয়া,মিসবাহ উদ্দিন ও দিলোয়ার হোসেন প্রমুখ.