নগরীতে শিবিরের ঝটিকা মিছিল : গাড়ি ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
নিউজ ডেক্স::মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামির সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে মঙ্গল ও বুধবার হরতাল ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। হরতালের সমর্থনে নগরীর সুবিদবাজারে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঝটিকা মিছিল বের করে শিবির। মদিনা মার্কেট এলাকায় তারা ১টি প্রাইভেট কার ও ১টি অটোরিক্সা ভাঙচুর করে।
এদিকে হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ঝটিকা মিছিল করে শিবির। নগরীতে দোকান-পাটগুলো বন্ধ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর বেশ কয়েকটি এলাকায় হরতালের কারণে দোকান-পাট বন্ধ রয়েছে। সকাল থেকে নগরীতে ভারি যানবাহন চলাচল না করলেও কিছু রিকশা ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ জানান, শিবির ঝটিকা মিছিল বের করে এই এলাকায় ২টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ধাওয়া করলে মিছিলকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।