নগরীতে স্বেচ্ছাসেবকদলের মিছিলে পুলিশের গুলি; আহত ১৫ : আটক ৩
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৪:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১০১২ বার পঠিত
নিউজ ডেক্স::নগরীর বারুতখানায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিলে গুলি করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিছিলটি বের হয়। এসময় ডিউটিতে থাকা পুলিশ গুলি করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন স্বেচ্ছাসেবকদল নেতা দীপক রায়, এ ইউ তায়েফ ও এমরান হোসেন।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানা গেছে- দুপুর দেড়টার দিকে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বারুতখানা পয়েন্ট থেকে মিছিল বের করে। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টের যাওয়ার সময় বারুতখানা পয়েন্টে দায়িত্বপালনকারী পুলিশ সদস্য মিছিলের পেছনে গুলি করতে থাকে। তার পাশাপাশি এএসআই আজিম ও আরেকজন কনেষ্টেবল তাদের শর্টগান থেকে গুলি করে। পুলিশের হামলায় শান্তিপূর্ণ মিছিলটি পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমতুল্লাহ জানান, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়েছে এবং
ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।