নতুন বছরে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখতে চাই—ইয়াহইয়া চৌধুরী এহিয়া
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৯:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আমরা নতুন বছরে নতুন করে উন্নয়নের স্পন্ন দেখতে চাই। দেশের মানুষ আজ নিরাপত্তার জন্য আহাজারী করছেন। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমরা নিরাপত্তা, শান্তি ও উন্নয়ন চাই।
তিনি বলেন, বিগত সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে তার সিংহ ভাগ উন্নয়ন এরশাদ সরকারের আমলে হয়েছে। তাই মানুষের নিরাপত্তার স্বার্থে ও আধুনিক দেশ গঠনের জন্য হোসাইন মুহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করুন।
তিনি রবিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে ‘বৈরাগীবাজার জিসি-সিংগেরকাছ বাজার জিসি’ রাস্তা মেরামত কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফিরোজ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম লালু, জাতীয় পার্টির অন্যতম নেতা ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসনে, জাতীয় পার্টি নেতা শরিফ উদ্দিন, মো. শাহিন মিয়া, সালেহ আহমদ তুতা, উমর আলী, প্রদিপ চন্দ্র দে, আনিছুর রহমান, আজাদুর রহমান, আব্দুল বারী, তৈরুছ মিয়া, আকবর আলী, রইছুল ইসলাম, আব্দুল গণি, আয়না মিয়া, তাজ উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হক মুহন, আব্দুল আলী, শফিক আহমদ পিয়ার, যুব সংহতি নেতা নাছির উদ্দিন, আব্দুস ছালাম, গোলাম জবদানী, আব্দুল মতিন, জাতীয় মহিলা পার্টি নেত্রী জুৎনা বেগম, ছাত্রসামজ নেতা অপূর্ব দাস, নিক্সন, স্বেচ্ছাসেবক পার্টি নেতা আব্দুল মতিন, আলা উদ্দিন, রুহেল মিয়া, মকবুল হোসেন প্রমূখ। সভর শুরুতে কোরআর তেলাওয়াত করেন আব্দুস ছালাম।