নাজিরবাজার সড়কে জেব্রাক্রসিং’র দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন নাজিরবাজার জয়বুনছো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক এমরান আহমদ জায়গীরদার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মিজানুর রহমান, অত্র দুই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফুর আহমদ, শারমিন আক্তার, শামসুন্নাহার খানম, বিপ্লব কুমার দাশ তালুকদার, প্রীতি রানী কর, হালিমা সুলতানা, অমিত চন্দ, জুমারা ফেরদৌস চৌধুরী, মোবারাকা সুলতানা, মোছা. ফাতেহা বেগম, দিপা রানী দেব, মো. ইকরাম হোসেন এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আখলুছ মিয়া, মো. ফারুক আহমদ, মতছির আলী, সেবুল মিয়া, ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের ব্র্যাক সিলেট অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর পারভেজ কৈরী, যোগাযোগ কর্মী রাফিন মাহমুদ, কল্যান ব্রত চাকলাদার নিরাপত্তা বিষয়ক স্বেচ্ছাসেবক সৈয়দ নুরু মিয়া, শামসুল ইসলাম সুমন, জাহেদ আহমদ, দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সিন্টু রনজন চন্দ প্রমুখ।