ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্টার কাজী নাজমুল আলম শামিম দুই বছর আমেরিকায় বসবাস করলেও এতোদিন তার সাক্ষর জাল করে নিকাহ রেজিষ্টার চলে আসছিলো। অভিযোগ পাওয়া গেছে, শামিম আমেরিকার নাগরিকত্ব নিয়ে সেখানে ব্যবসা করছেন। অথচ তার সাক্ষর জাল করে নিকাহ রেজিষ্টারের কাজ করায় অন্যান্য নিকাহ রেজিষ্টারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জাল সাক্ষরে আর গর্ভবতি মেয়েদের বিয়ে পড়িয়ে মোটা অংকের বানিজ্য করা হচ্ছে বলেও অভিযোগ। নিকাহ রেজিষ্টারদের সভাপতি সেজে একটি মাদ্রাসার সুপার শামিমের নিকাহ রেজিষ্টারের পদ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন তাকে অসুস্থ দেখিয়ে ছুটি নেওয়া হয়েছে। ৬ নং ওয়ার্ডে আব্দুস সোবাহান নামে ইউনিয়র পর্যয়ের এক নিকাহ রেজিষ্টারকে আইন ভঙ্গ করে ভারপ্রাপ্ত নিকাহ রেজিষ্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হলিধানী এলাকার রামচন্দ্রপুর এলাকার এক ব্যক্তি জানান, তার ছেলেকে জোর পুর্বক বিয়ে দেওয়া হয়েছে গর্ভবতি মেয়েরে সঙ্গে। বিয়ের কাজটি করেন ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্টার কাজী নাজমুল আলম। এ ভাবে শহর এবং শহরের বাইরের বহু গর্ভবতী মেয়েকে জাল জোচ্চুরির মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রায় দুই বছর ধরে ঝিনাইদহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্টার কাজী নাজমুল আলমের সাক্ষর জাল করে নিকাহ রেজিষ্টারের কাজ চলছে। আমেরিকা প্রবাসি একজন নিকাহ রেজিষ্টারের পক্ষে জাল জোচ্চুরির মাধ্যমে বিয়ের ঘটনায় জেলার নিকাহ রেজিষ্টারদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে ঝিনাইদহ জেলা রেজিষ্টারের বক্তব্য জানতে একাধিকবার তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি।