পহেলা বৈশাখের আয়োজনে প্রত্যেকের কাজে আসবে যে ৭টি টিপস!
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯২৬ বার পঠিত
লাইফ স্টাইল ডেস্ক :: পহেলা বৈশাখ উদযাপনের অনেক আয়োজন নিশ্চয়ই আছে আপনারও? কিংবা হয়তো ভাবছেন ঘরেই পরিবারের সাথে কাটিয়ে দেবেন দিন। বিষয়টি যাই হোক না কেন, নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সের মানুষের জন্যই রইলো কিছু টিপস। এই টিপসগুলো পহেলা বৈশাখ পালনে নিঃসন্দেহে কাজে আসবে আপনার।
১) যদি বেড়াতে বের হন, তবে অবশ্যই হালকা পোশাক ও আরামদায়ক জুতো পড়ে বের হবেন। আপনার পোশাক, জুতো ও সাজসজ্জা কিছুই যেন ভারী না হয়। এই গরমে কেবল সুন্দর দেখাবার জন্য জবড়জং সাজ দেবেন না।
২) যেখানেই যান না কেন, সাথে অবশ্যই বাসা থেকে নেয়া পানি সাথে রাখুন। সাথে একটি ছাতা, পর্যাপ্ত খুচরা টাকা, সেফটিপিন, রুমাল ইত্যাদি নিতে ভুলবেন না যেন।
৩) পহেলা বৈশাখ মানেই যেখানে সেখানে খেতে বসে যাওয়া নয়, কিংবা পান্তা-ইলিশ খাওয়া নয়। কোথাও খাবার আগে ভালো করে মান যাচাই করে নিন। এতে করে পেট খারাপ সহ যে কোন অসুস্থতা থেকে বাঁচতে পারবেন আপনি।
৪) যারা বাড়িতেই থাকতে চান, তাঁরা অতিথি আপ্যায়নের পর্যাপ্ত ব্যবস্থা রাখুন। কাউকে যেন আপ্যায়নের ত্রুটি না হয়। নতুন বছরের প্রথম দিনে এই ভুলটি মারাত্মক দৃষ্টিকটু।
৫) খাবারের আয়োজনে পোলাও- বিরিয়ানি ধরণের ভারী খাবার না রেখে ভাত-মাছের মত সাধারণ খাবার রাখুন। এই গরমে মেহমানেরও ভালো লাগবে, খেয়ে স্বস্তি পাবেন আপনিও। সাথে মিষ্টি রাখতে ভুলবেন না।
৬) যারা ভিড়ের মাঝেই ঘুরতে যাবেন, তাঁরা মূল্যবান সামগ্রী সাথে না রাখাই ভালো। যেমন সোনার গহনা, বেশী পরিমাণে টাকা, দামী ফোন ইত্যাদি।
৭) আজকাল ফোনে বা ফেসবুকে শুভেচ্ছা জানাবার চলটা অনেক বেশী। তবে শুভেচ্ছাতা বাংলা ভাষাতেই জানান। হ্যাপি নিউ ইয়ার লিখে আবার কাউকে মেসেস দেবেন না যেন!