পীর সেজে প্রবাসীর স্ত্রীর টাকা নিয়ে উধাও
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ৬:০০ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: কুলাউড়ার ব্রাহ্মণবাজারে পীর সেজে অভিনব কায়দায় এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ৪ ভণ্ড। কিন্তু টাকা ভাগাভাগি নিয়ে ভণ্ড পীরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে জনতার হাতে আটক হয় তারা। জানা যায়, ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের প্রবাসী গিয়াস মিয়ার স্ত্রী জাহানারা আক্তার ২১ এপ্রিল ব্রাহ্মণবাজার পূবালী ব্যাংক থেকে বিদেশ থেকে পাঠানো ২৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকাগুলো নিয়ে তিনি ব্যাংক থেকে নিচে নামামাত্র দাড়িওয়ালা এক ব্যক্তি তাকে সালাম করে এবং সঙ্গে থাকা অন্য ৩ জন লোক জাহানারাকে জানায় তিনি গায়েবি পীর। তিনি যা চাইবেন তা করে দেখাতে পারেন। প্রবাসীর স্ত্রীকে তারা আরো জানায়, আপনি ব্যাংক থেকে যে টাকা তুলেছেন পীর সাহেব ধ্যানে পড়ে তা জেনেছেন। এখন আপনি ওই টাকাগুলো তার হাতে দিলে পীর আপনার টাকা গুলো দ্বিগুণ করে দেবেন।
এ কথা শোনার পর জাহানারা সরল বিশ্বাসে ২৫ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর তার হাতে কাগজের ১টি বান্ডিল দিয়ে প্রতারকরা বলে এটা নিয়ে তুই দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করবে না। এই বলে ভণ্ড পীররা সিএনজিচালিত অটোরিকশাযোগে সেখান থেকে চম্পট দেয়। পরে ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের পাশে বসে টাকা ভাগাভাগি করার সময় তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তাদের আটক করা হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে ভণ্ড পীররা অটোরিকশা যোগে শমশেরনগরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়ি নিয়ে তাদের ধাওয়া করলে টিলাগাঁওয়ে গিয়ে তাদের আটক করে। উত্তম-মধ্যম দেওয়ার সময় দুই ভণ্ড পীর কৌশলে পালিয়ে যায়। অপর দুজনকে আটক করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন কমলগঞ্জ থানার ভানুগাছ রাজাটিলা গ্রামের সুন্দর আলী (৬০) ও একই থানার উত্তর বালিগাঁও গ্রামের সালাউদ্দিন আহমদ (৩৫)। এর মধ্যে সালাউদ্দিন সবার চোখ ফাঁকি দিয়ে ইউনিয়নের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেলেও জনতা তাকে আবার ধরে ফেলে। পরে ঘটনার শিকার প্রবাসীর স্ত্রী জাহানারা ভণ্ড পীরদের শনাক্ত করলে ইউপি চেয়ারম্যান তাদের কুলাউড়া থানায় সোপর্দ করেন।