প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ৫:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৮০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: খুলনা টেস্টে চার উইকেটে ২৩৬ রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ ।পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে খুলনায় অনুষ্ঠানরত প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস বিচ্ছিন্ন হন অর্ধশত রানের জুটি গড়ে। প্রথম উইকেট হিসাবে ফেরা তামিম ইকবাল তিন বাউন্ডারিতে ২৫ রানের ইনিংস খেলে ইয়াসির শাহ্’র বলে আজহার আলির হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে স্বাগতিক দলের সংগ্রহ ৫২ রান।
এরপর হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইমরুল কায়েস ফিরলেও মমিনুল হক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে দাঁড়িয়ে অনেকটা সময় পাকিস্তানি বোলারদের শাসন করেন।
ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির ইনিংস খেলে মোহাম্মদ হাফিজের হাতে ফিরতি ক্যাচ দিয়ে তৃতীয় উইকেট হিসাবে ফেরেন ইমরুল কায়েস। দলের রান তখন ৯২। ইমরুলের ১৩০ বলে খেলা ৫১ রানের ইনিংসটায় ছয়টি বাউন্ডারির মার ছিল।
ইমরুলকে ফিরিয়ে পাকিস্তান দল কিছুটা সময়ের জন্য আনন্দ করার উপলক্ষ পেয়েছিল। কিন্তু মমিনুল হক এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৯৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত মাঠে দৌড়াদৌড়ি করেই সময় কাটে পাকিস্তানের বোলার এবং ফিল্ডারদের। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মাহমুদুল্রাহ রিয়াদ। ৪৯ রানে তিনি ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দী হন।
দিনের খেলা শেষ হওয়ার এক বল আগে জুলফিকার বাবরের ওভারটিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ৮০ রানের ইনিংস খেলা মমিনুল হক। ফেরার আগে সাকিব আল হাসানের সাথে তার গড়া জুটিটা ৪৯ রানের। মমিনুল আউট হলেও ১৯ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। আর দিনশেষে টাইগারদের সংগ্রহ চার উইকেটে ২৩৬ রান।