প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ৩:২১ অপরাহ্ণ | সংবাদটি ৫২৭ বার পঠিত
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে অগ্নিকান্ডে এক দুবাই প্রবাসীর বসত ঘরে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়ায় পালপাড়ার মঈন উদ্দিনের বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে পরিবারটি দাবী করেন।
জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুত্রপাত হয়ে মুহুর্তে আগুণের লেলিহান শিখা বসত ঘরটিতে ছড়িয়ে পড়লে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আনে।
মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুণে পরিবারটির ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে।