প্রবাসী আতাউর রহমান চৌধুরীর কুলখানি শনিবার
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই মরহুম আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর প্রথম কুলখানি আগামি শনিবার। বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামে মরহুমের বাড়িতে সকাল ১১টায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপজেলার সবস্থরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মরহুমের ছোট ভাই জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, পরিবারের পক্ষে থেকে কুলখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।