বজ্রপাতে ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ১:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
নিউজ ডেক্স::বিয়ানীবাজারে জাল নিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আজমল হোসেন (৩২)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ মধুরচক গ্রামের সাহিব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৬ টায় বাড়ির পাশের বিলে জাল নিয়ে মাছ ধরতে বের হন আজমল। এ সময় আকাশ কালো মেঘে ঢাকা এবং প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে আজমলের গলার পেছন দিকে বজ্রপাত পড়লে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আজমলের শরীরের পেছনের দিক পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে আজমলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে মরহেদ একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন বিপুল সংখ্যক মানুষ।
চারখাইয়ের ক্রীড়া সংগঠক সুফিয়ান আহমদ চৌধুরী জানান, বজ্রপাতে নিহত আজমল অবিবাহিত ছিলেন। তিনি চারখাই বাজারের একজন ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানের নাম কাওছার টেলিকম। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ৩ ভাই ও ২ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।