বাংলাদেশের লক্ষ্য ১৪২
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৮:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। দুই ওপেনার আহমেদ শেহজাদ এবং অভিষিক্ত মুখতার আহমেদ ইনিংসের শুভ সূচনা করে উদ্বোধনী জুটিতে ৫০ রান সংগ্রহ করেন। দলীয় ৫০ রানে তাসকিন আহমেদের বলে আহমেদ শেহজাদের উঠিয়ে মারা শট সীমানায় দারুণ ক্ষীপ্রতায় তালুবন্দী করেন মাশরাফি। শেহজাদ ফিরে যান ৩১ বলে ১৭ রান করে।
শেহজাদের বিদায়ের পরপরই তার পথ ধরেন বুম বুম আফ্রিদি। ৯ বলে ১২ রান করে অভিষিক্ত মুস্তাফিজুরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন আফ্রিদি। দলের রান তখন ৬৪।
দলীয় ৭৭ রানের মাথায় আরাফাত সানির বলে মুশফিকের অসাধারণ ক্ষীপ্রতায় স্ট্যাম্পিংয়ের শিকার হন ওপেনার মুখতার আহমেদ। ৩০ বল থেকে ৩৭ রান করেন তিনি।
এরপর মোটামুটি প্রতিরোধ গড়ে তোলেন হারিস সোহেল এবং মোহাম্মদ হাফিজ। ১২৬ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রানের মুস্তাফিজের বলে আউট হয়ে ফিরে যান হাফিজ।
শেষ পর্যন্ত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ১৪১ রান। শেষ বলে রান আউটের শিকার হন সোহেল তানভীর। হারিস সোহেল অপরাজিত থাকেন ২৪ বলে ৩০ রান। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। আরাফাত সানি এবং তাসকিন আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
নিজেদের টি-২০ ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের জন্য টাইগারদের দরকার ১৪২ রান।