বাথরুম থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৫২৩ বার পঠিত
তাহির মিয়া নগরীর মাছিমপুর এলাকার (দোহেল ২২ নং বাসা) বাসিন্দা মৃত ছাত্তার মিয়ার ছেলে। তিনি শুকরিয়া মাকের্টের নিচতলার নিউ ফ্যাশন ১১৪ এর স্বত্তাধিকারী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তাহির মিয়া বাসা থেকে বের হয়ে আসার পর তিনি আর বাসায় ফিরে যাননি। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে অনেক স্থানে খোঁজাখোঁজি করেও সন্ধান পাননি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শুকরিয়া মাকের্টের পরিচ্ছন্ন কর্মী হাফেজা বেগম মার্কেটে কাজ করছিলেন। তিনি মাকের্টের ৩য় তলায় কাজ করতে গিয়ে দেখেন ওই তলার বাথরুমটি বন্ধ রয়েছে।
পরে হাফেজা বিষয়টি মাকের্টের কেয়ারটেকার মিশু মিয়াকে অবগত করেন। এর পর কেয়ারটেকার বিষয়টি শুকরিয়া মাকের্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে অবগত করেন। পরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ওসি সুহেল আহমদ।
তবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তাহিরের ছেলে লুৎফুর রহমান তাজ।