বালাগঞ্জে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২২এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ১০:৫৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: “জাগো মুসলিম পরিষদ বালাগঞ্জ” এর উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২২এপ্রিল বুধবার বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা থেকে রাত১১টা পর্যন্ত অনুষ্টিত হবে। এতে সভাপতিত্ব করবেন বালাগঞ্জ জামিয়া ইসলামিয়া ফিরোজাবাগ মাদ্রাসার মুহতামিম হযরত মাও: আব্দুল মালিক ও ঢাকা দক্ষিন বানাত আল ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিছ হযরত মাও: কামরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদীন হযরত মাও: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এম এ মতিন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মাখন মিয়া, বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুনেদ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষক হোসাইন আহমদ, নাজির বাজার দারুল কুরআন মাদ্রসার শিক্ষক সিনিয়র শিক্ষক মাও: আব্দুল মতিন, মাও: আব্দুল¬াহ আল-মামুন (ইমাম, হালকায়ে জিকির সিলেট জেলা), হাফিজ মাও: আলী ওয়াক্কাস (ছাতক, সুনামগঞ্জ), আলহাজ্ব ক্বারী মাও: মোশাহিদ সিকদার (বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট), ও নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাও: কামাল উদ্দিন।
তেলাওয়াত করবেন: আর্ন্তজার্তিক এ্যাওয়ার্ডপ্রাপ্ত শায়খ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্বারী সাইদুল ইসলাম আসাদ (ঢাকা), হাফিজ আব্দুল¬াহ আল-মামুন (ঢাকা), হাফিজ ক্বারী মিসবাহুদ্দোজা (সিলেট)।
ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন: আবু রায়হান (কলরব, ঢাকা), ফয়েজ আহমদ শাহরুখ (সিলেট), শিশু শিল্পী আকরাম বিন বাহার, আজিজুল ইসলাম ও ফাহিম আহমদ। উপস্থাপনায় কবি মীম সুফিয়ান ও ইমরান আহমদ এবং প্রযুক্তি উপস্থাপন করবেন মিডিয়া ব্যক্তি ইনাম বিন সিদ্দিক। এতে যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।