বালাগঞ্জে নারীর ক্ষমতায়নে মিডিয়া এডভোকেসী সভা
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ৭:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: ‘অপরাজিতা’ নারীর রাজনৈতিক ক্ষতায়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার আইন ও পরিপত্রের আলোকে নারী জনপ্রতিনিধিদের রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া এ্যাডভোকেসি বিষয়ক কর্মশালা বুধবার বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বালাগঞ্জের ইউএনও আশরাফুর রহমান বলেন সার্বিক দিক দিয়ে তুলনা করলে বালাগঞ্জ উপজেলা অতিতের তুলনায় এখন অনেক এগিয়ে গেছে। তিনি বলেন মানুষকে উন্নয়ন মুলক কাজে উৎসাহিত করতে হবে। বিদেশীদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে উল্লেখ করে তিনি বলেন এখন প্রতিযোগীতার যুগ তাই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। নারীদের অগ্রযাত্রা এবং বিভিন্ন এনজিওর নেতিবাচক কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন নারীরা এখন সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছে। ভদ্রভাবে কথা বললে সবাই শুনবে তাই সচেতনতামুলক কাজে মানুষকে উৎসাহিত করতে হলে সব বিষয়েই সাহস করে আপনাদের কথা বলতে হবে। সভায় উপস্থিত নারী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন সমাজে এখন পুরুষের চাইতে নারীরা বেশী অগ্রাধিকার পাচ্ছেন। ভাল কাজের সিকৃতি অবশ্যই আছে তাই আপনাদের প্রত্যেকেরই উচিত নিজের প্রতি অন্যের আস্থা এবং বিশ্বাষ স্থাপন করা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এমএ মতিন, সাংবাদিক রজত দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য সচিব ইউপি সদস্য শারমিন চৌধুরী, নারী উন্নয়ন ফোরাম ও ইউপি সদস্য জেৎøা বেগম, জাহানারা বেগম, রাবেয়া বেগম, বালাগঞ্জ উপজেলার ইউপি সদস্যদের মধ্যে কুলসুমা বেগম, রেখা রানী সুত্রধর, দিরারা বেগম, এসডিসির অপরাজিতা প্রকল্পের ন্যাশনাল প্রোগ্রাম ফ্যাসিলিটর আতিয়ুর রহমান, অপরাজিতা প্রকল্পের সিলেট বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক শরীফুজ্জমান টুটুল, পিপ ট্রাষ্টের প্রোগ্রাাম কর্মকর্তা সাইফুল ইসলাম খান, আঞ্চলিক হিসাব ও ব্যবস্থাপক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ।