বিকালে ইলিয়াস আলীর বাসায় যাবেন বিএনপি প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ১২:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: গত তিন বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারকে সমবেদনা জানাতে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তার বনানীর বাসভবনে যাবেন দলের কেন্দ্রীয় নেতারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দল বিকেল সাড়ে ৪টার দিকে ইলিয়াস আলীর বনানীর বাসায় যাবেন।