বিজিবি’র অভিযানে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মদের চালান আটক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫ ইং, ২:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
সোমবার বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১২ ক্যান বিয়ার এর চালান আটক করা হয়। রোমবার ভোর রাতে উপজেলার কালারাগ বিওপি’র বিজিবি সদস্যরা পশ্চিম কালারাগ এলাকায় এ অভিযান চালিয়ে এ মদের চালান আটক করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৮১ হাজার টাকা।
অপর এক অভিযানে বরমসিদ্ধিপুর এলাকা থেকে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ ও ৬ ক্যান বিয়ার আটক করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ১০ হাজার ৫’শ টাকা।
এদিকে সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার নয়াকোট বিওপি’ বিজিবি সদস্যরা সারফিন টিলা এলাকায় রোববার বিকেলে অভিযান চালায়। অভিযানকালে বিভিন্ন প্রকার ভারতীয় ১৩৮ বোতল মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ২ লাখ ৭ হাজার টাকা।
এছাড়া দোয়ারাবাজার সুনাতোলা বিওপি’র বিজিবি সদস্যরা রোববার রাতে সুনাতোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল এমসি দুয়েল মদ উদ্ধার করে। জব্দকৃত মদের সিজার মূল্য ৪ হাজার ৫’শ টাকা।