বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ১:২০ অপরাহ্ণ | সংবাদটি ৮৬২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: সিলেট-সুনামগঞ্জ সড়কের সিলেট সদর উপজেলার হাউসায় শুক্রবার সকালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম-মোহাম্মদ বাসির মিয়া (১৮)। সে হাউসা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। সে হাউসা পশ্চিমপাড়া গ্রামের মৃত মখন মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির বিদ্যুত লাইনে ত্রুটি দেখা দেয়ায় সকাল ১০টার দিকে বাসির একটি বাঁশ নিয়ে ত্রুটি সারাতে যায়। এক পর্যায়ে সে লাইনে স্পৃষ্ট হয়ে গেলে তার করুণ মৃত্যু হয়। বিদ্যুত লাইনে জড়ানোর পর বিপুল সংখ্যক উৎসুক মানুষ তার লাশ দেখতে ভিড় জমান।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।