বিশ্বনাথের প্রবাসীরা দেশের কল্যানে কাজ করছেন—-সুহেল আহমদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫ ইং, ১০:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১১১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা অনেক কষ্ঠে প্রবাসে বসবাস করেন তারপরও কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের অবদানে বিগত দিনে বিশ্বনাথে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। বর্তমানেও প্রবাসীরা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, বিশ্বনাথে মহিলা কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। তাই প্রবাসীরা নিজনিজ অবস্থান থেকে অতীতের মতো সহযোগিতা হাত বাড়াবেন।
তিনি সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম আয়োজিত চার প্রবাসীর সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক ও মানবকন্ঠ বিশ্বনাথ-বালাগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপনের সভাপতিত্বে ও ইত্তেফাক ও সবুজ সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা ইকবাল হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কমিউনিটি নেতা, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, প্রবাসীরা ভুমি অফিসে নানাভাবে হয়রানী হচ্ছে। এসব হয়রানী বন্ধে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর আব্দুল হামিদ টিপু বলেন, রাজনীতির উদ্ধে উঠে সংবাদপত্রে সকল সাংবাদিকদের কাজ করতে হবে। সত্যের পক্ষে ও মানুষের কল্যাণে কাজ করে সৎ সাংবাদিক হতে হবে।
সংবর্ধিত অতিথির যুক্তরাজ্য কমিউনিটি নেতা গিয়াস উদ্দিন মনির বলেন, দেশকে ভালবাসেন সবাই। তাই প্রবাসীরা আর্ত্বসামাজিক উন্নয়নসহ সব ধরনের উন্নয়নে প্রবাসীর অবদান রয়েছে।
সংবর্ধিত অতিথির যুক্তরাজ্য তরুণ সংগঠক মুহিউদ্দিন পলাশ বলেন, বিদেশে গিয়েও দেশের ও নাড়ির টান থাকে প্রত্যেক প্রবাসীর। এক্ষেত্রে সবাই চায় দেশ ও জাতীর কাজ করতে। তিনি সংবাদকর্মীদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, আব্দুস সালাম মুন্না, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, সংগঠক আরব খান, আসাদুজামান নূর আসাদ, মাহতাবউদ্দিন, আনসার আলী, এনাম শাহ, দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন, তরুণ সংগঠক মানিক আহমদ, সুমন আহমদ, শামছুল ইসলাম মাসুদ, লাল মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভা শেষে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়।