বিশ্বনাথের বৈরাগী বাজার মাদ্রাসার প্রতিষ্টাতা প্রধান শিক্ষকের স্বরণে সভা-মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মরহুম হাফিজ আলা উদ্দিন (র.) স্বরণে সোমবার বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের ছেলে ও হুফফাজুল কোরআন বোর্ডের প্রতিষ্টাতা ও প্রধান পৃষ্টপোষক হাফিজ মো.আবদুল্লাহ’র সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রাক্তণ ছাত্র হাফিজ আরব খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আরব আমিরাতের সাবেক বিচারপতি ও ইছামিত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মরহুম আলা উদ্দিনের পুত্র কাজী মাওলানা মো. আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল কাজী মাওলানা নুর উদ্দিন, বুরাইয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবদুল কাদির, ভুরকি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মো. আবদুস শহিদ, মাওলানা হাবিবুর রহমান, কুতবুল আলম, হাফিজ মো.জমশেদ আলী, হাফিজ বজলুর রহমান, হাফিজ আব্দুল মোক্তাদির, হাফিজ আনোয়ার হোসেন, মাস্টার নুরুজ্জামান, শফিকুর রহমান বাবুল, বদরুল আলম, হাফিজ জামাল উদ্দিন, হাফিজ লুৎফুর রহমান,হাফিজ আলা উদ্দিন, মালিক ছুফি, হাফিজ ছাদিকুর রহমান, ইসলাম উদ্দিন, হাফিজ আবদুস সালাম, মাওলানা হাবিবুর রহমান, হাজী রইছ আলী, আবদুল জলিল। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সভার প্রধান অতিথি।