বিশ্বনাথের হাবড়াবাজারে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৭:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার :বিশ্বনাথের পুরাতন হাবড়াবাজারের দক্ষিষের মাঠে গত বুধবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় শাহজালাল স্পোটিং ক্লাব উলুপাড়াকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে একতা স্পোটিং ক্লাব হাবড়াবাজার।
খেলা শেষে স্থানীয় মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবুল খায়ের তুহিনের সভাপতিত্বে ও আজির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়ানুরাগী আরিফ উল্লা, সিতাব আলী, শুকুর আলী ভান্ডারী, আবুল খয়ের, ডাক্তার বিভাংশু গুণ বিভু, আব্দুস সোবহান, আনিছ, সোনা মিয়া, আব্দুল হাই, নুরুল ইসলাম তুহিন, মুজিবুল হক, ফখরুল, ফয়জুল হক, মাসুম, সাইদুর রহমান, সাদিক, লিমন, সাহেব আলী, জামাল, জুনেদ, সাইফুল, সাইফুর, হাসান, রুবেল প্রমুখ।